নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে সাদা কাগজে স্বাক্ষর করে পদত্যাগ করলেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ ও তিন শিক্ষক। বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি পদত্যাগ করেন তিনি।
পদত্যাগ প্রাপ্তরা হলেন অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, চিপ ইন্সেপেক্টর ননটেক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, হোস্টেল সুপার বাবলু রহমান।
শিক্ষার্থীরা বলেন, আজিজুর রহমান অধ্যক্ষ থাকা কালে সিন্ডিকেট তৈরি করে গত ছয় বছর ধরে লাগামহীন দূর্নীতি করে আসছেন। পরিপত্রের নির্দেশনা লঙ্গন করে শিক্ষার্থীদের থেকে অধিক অর্থ আদায় করে লুটপাট করেছেন। শিক্ষার্থীদের থেকে ম্যাগাজিনের বিল নিয়ে গত ছয় বছরে একটিও ম্যাগাজিন প্রকাশ না করে সেই অর্থ আত্মসাত সহ বিভিন্ন অনিয়ম জন্য তারা এই অধ্যক্ষসহ তার সিন্ডিকেটের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।ফলে শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ সহ অপর তিন শিক্ষক পদত্যাগ করেন।
পদত্যাগ করা অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেছি।’

