একাত্তর ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও এর অধীন সব দফতর-সংস্থার অভিযোগ বক্সগুলো সচল করার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এ নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির প্রতিবেদন এবং তা প্রতিরোধে করণীয় সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন।

