শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির প্রতিবাদে সাতক্ষীরায়   মানববন্ধন 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  রবিবার (৪ জুন) সকালে  শহীদ আঃ রাজ্জাক পার্কের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা  মহিলা পরিষদ শাখার সভাপতি অঞ্জুয়ারার  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা  দত্তের  সঞ্চালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন, জেলা  নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ,  স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সিডো নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,অর্জন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মহুয়া মন্জুরী, সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাজশাহী বিশ্বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতির অফিসকক্ষে বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষকগণের সম্মুখে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজ-এর সাথে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটিয়েছে। এসময় মনোবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও অফিসকক্ষে উপস্থিত ছিলেন। গত ২৩মে একাডেমিক কমিটির সভা শেষে প্রফেসর ড. এনামুল হক বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে পুনরায় অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষায় হুমকি প্রদান করেন। যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির এ ঘটনা সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক একটি বিষয়। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখাসহ সকল মাপনবাধিকার সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানায় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি ও আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ