নড়াইল প্রতিনিধি:
নড়াইলে শেষ হলো সুলতান মেলা-২০২৩। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশন সুলতান মঞ্চ চত্বরে আয়োজন করে ১৫ দিনব্যাপি সুলতান মেলা-২০২৩। সোমবার দুপুরে সুলতান মঞ্চে মেলার সমাপণী এবং সুলতান পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। এবার ‘সুলতান পদক-২০২৩’ প্রদান করা হয় খ্যাতিমান চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীকে। প্রধান অতিথি শিল্পী নাদভীকে সম্মাননা পত্র ও পদক প্রদান করেন।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি বলেন, ‘গ্রামীন ঐতিহ্য ও শিল্প-সংস্কৃৃতির জেলা নড়াইল, শিল্প-সংস্কৃতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। নড়াইলের এই সুলতান মঞ্চকে সংস্কার করে আগামী বছর আমরা একে নতুন রূপে দেখবো। এর ঐতিহ্য ঠিক রেখে আমরা সংস্কার করবো।’
নড়াইল জেলা প্রশাসক ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইফ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক মোঃ রেজাউল হাসেম, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুলতানপ্রেমী মনুষেরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করেন এবং চিত্র প্রদর্শনী পরিদর্শন দেখেন।
উল্লেখ্য, চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী ১৯৫৪ সালের ১ মার্চ ঢাকার গ্রীন রোডের ১৬৫-১৬৬, পারিল গ্রীন নামক বাড়িতে বাবা নাসির উদ্দিন আহমেদ ও মা বেগম সিতারা আহমেদের সংসারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৬৯ সালে ধানমন্ডি সরকারী উচ্চ বালক বিদ্যালয় থেকে এস এস সি, ১৯৭৪ সালে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়, ঢাকা থেকে বিএফএ এবং ১৯৮২ সালে দি মহারাজা সায়াজী রাও ইউনিভার্সিটি অব বরোদা, গুজরাট, ভারত থেকে এমএফএ (জাদুঘর পরিচালনা ও প্রশাসন) বিষয়ে ডিগ্রী লাভ করেন। ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সকল প্রদর্শনীতে অংশগ্রহন করেন।
এছাড়া তিনি ১৯৭৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানী, রাশিয়ান ফেডারেশন, ভারত, নেপাল, চীন, জাপান, কুয়েত, শ্রীলংকা, পোল্যান্ড ও যুক্তরাজ্যে আয়োজিত আটশ’টি (৮শ’) প্রদর্শনীতে দলীয়ভাবে অংশগ্রহন করেন।
শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছেন চিত্রশিল্পী এস এম সুলতান-নড়ইলে সংস্কৃতি প্রতিমন্ত্রী

