নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শিশু সাহিত্যিক ও ছোটদের সময় সম্পাদক মামুন সারোয়ারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
শব্দ থিয়েটারের আয়োজনে যশোর শিল্পকলা একাডেমীতে শুক্রবার সন্ধ্যা ৭টায় আজীবন সম্মাননা এবং নাট্যকার মাসউদ জামান পরিচালিত নাটক ‘শয়তান’ মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানে মামুন সারওয়ারের হাতে আজীবন সম্মাননা ক্রেষ্ট ও অর্থ নগ্ন তুলে দেন শব্দ থিয়েটারের উপদেষ্টা চিত্রশিল্পী মোস্তাক আহম্মেদ পলাশ। উত্তরীয় পরিয়ে দেন সাংস্কৃতিকব্যক্তিত্ব জায়েদ মোহাম্মদ খালেদ।
মামুন সারওয়ার বেড়ে উঠেছে যশোরে। জড়িত ছিলেন যশোরের শিশুসংগঠন, সাহিত্য সংগঠন, ছড়া সংগঠন ও সামাজিক সংগঠনের সাথে।
মামুন সারওয়ার বাংলাদেশি বিশিস্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক। দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিকের শিশুসাহিত্যের পাতায় নিয়মিত ছড়া ও গল্প ফিচার ছাপা হয়। তখন থেকেই লেখক মহলে পরিচিত হয়ে উঠেন।
মামুন সারওয়ারের জন্ম ১ জানুয়ারি ১৯৮০ সালে ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামে। মূল নাম,আবদুল্লাহ-আল মামুন। বাবা স্কুল শিক্ষক মুহাম্মদ হযরত আলী। মা গৃহিণী মোসাম্মৎ খায়রুণ নেছা। শৈশব কেটেছে ভোলা এবং যশোর শহরে। ছোটবেলা থেকেই শিশুসংগঠন ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত ছিলেন। সাহিত্য চর্চার পাশাপাশি ভালো ছবিও আঁকতে ন। মামুন সারওয়ার
যশোর সরকারি সিটি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ালেখা শেষ করেছেন। তিনি
স্ত্রী কবি অধ্যাপক হোমায়রা মোর্শেদা আখতার
(বাংলাদেশ সিভিল সার্ভিস_শিক্ষা ক্যাডারের সদস্য। সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক। কবি ও গবেষক) একমাত্র পুত্র আহনাফ রাদিফ আব্দুল্লাহকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
বর্তমানে দুটি সাহিত্য ম্যাগাজিনের সম্পাদনা করছেন। একটি ছড়ার কাগজ ‘লাটাই’ অন্যটি ছোটদের সময়। ছড়ার কাগজ লাটাইয়ের উদ্যোগে প্রতিবছর খ্যাতিমান ও তরুণ ছড়াকারদের পুরস্কার প্রদান করা হয়।
প্রথম বই প্রকাশ হয় অমর একুশে গ্রন্থমেলায় ২০০৫ সালে ছড়া-কবিতা বই ‘মায়ের হাতের পাখা’ বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প যোগদান ২০১২ সালে । বাংলাদেশ শিশু একাডেমি ও দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচা আসরে কাজ করেন। যশোর ছড়া সংসদ ও নজরুল সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা।
তাঁর গ্রন্থের সংখ্যা ৩০টি।

