শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের জীবনের প্রথম শিক্ষক মা : শেখ আফিল উদ্দিন এমপি

আরো খবর

শার্শা প্রতিনিধি যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে মায়ের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শিক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই শিক্ষা
‘শিক্ষা নিয়ে থাকে।  বৃহস্পিতবার  শার্শার নাভারন মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মা সমাবেশ ও নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু সমাবেশে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন আরো বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে।
তিনি আরো বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিতি সন্তান তৈরী করতে।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান, শিক্ষানুরাগী আলহাজ ওয়াহিদুজ্জামান ওহিদ, আলহাজ মোরাদ হোসেন, প্রধান শিক্ষক আলেয়া পারভিন, লাইলা আফরোজ বানু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার প্রমুখ ৷

 

আরো পড়ুন

সর্বশেষ