নিজস্ব প্রতিবেদক:যশোরের মনিরামপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। ৫ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি মামুদকাটি ও রঘুনাথপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় তিনি বৃদ্ধা পূর্ণিমা মণ্ডলের করুণ জীবনযাপন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। স্বামী, সন্তানহীন পূর্ণিমা মণ্ডল বাবা-মা ও ভাই হারিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। একটি খুপড়ি ঘরে কোনো খাট ছাড়াই মাটিতে বিছানা পেতে এই তীব্র শীতে রাত কাটাতে হয় তাকে।
পূর্ণিমা মণ্ডলের অসহায়ত্ব দেখে ইউএনও সম্রাট হোসেন তাকে দুটি কম্বল প্রদান করেন। এর মধ্যে একটি কম্বল মাটিতে বিছানোর জন্য এবং অপরটি শরীর ঢাকার জন্য দেন তিনি। পাশাপাশি শিগগিরই তার জন্য একটি নতুন খাট কিনে দেওয়ার আশ্বাস দেন ইউএনও।
এদিন রঘুনাথপুর ও মামুদকাটি গ্রামে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে মোট ১২টি কম্বল বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, রাতের বেলায় সরাসরি অসহায় মানুষের বাড়িতে গিয়ে ইউএনওর এই সহায়তা কার্যক্রম তাদের হৃদয় ছুঁয়ে গেছে।
মানবিক দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সহায়তায় ইউএনও সম্রাট হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার এমন উদ্যোগ সমাজে মানবিকতার উদাহরণ হয়ে থাকবে।

