বিশেষ প্রতিনিধি:৫ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বেনাপোলের আশানুর মোল্লাসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অপর গ্রেফতারকৃত হচ্ছে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কলেজপাড়ার রাজিব ভূঁইয়া।
এর মধ্যে আশানুরের বিরুদ্ধে ২০টি ও বাজিবের বিরুদ্ধে ৭টি মামলা চলমান রয়েছে। ১১ ডিসেম্বর সোমবার ভোরে তাদের গ্রেফতার ও ওই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্র জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারের নির্দেশে এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকায় অভিযান চালায়। এসময় হাশিমপুর বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে জেলার বর্তমানের শীর্ষ মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত গয়ড়ার আশানুর মোল্লা (৩৬) ও তার সহযোগি বেনাপোল কলেজপাড়ার রাজিব ভূঁইয়াকে (২৫) কে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমানিক ১৫ লাখ টাকা।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানিয়েছেন, আটককৃত মোস্টওয়ান্টেড আসামি আশানুর মোল্লা’র বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ মোট ২০ টি মামলা ও সহযোগী রাজিব ভূঁইয়া’র বিরুদ্ধে ৭ টি মাদক মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ১১ ডিসেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#

