শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শুক্রবার শেষ হবে সুলতান মেলা, পদক পাচ্ছেন চিত্রশিল্পী শহিদ কবীর

আরো খবর

নড়াইল প্রতিনিধি:বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুরতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৪দিনব্যাপি (৭-২০ জানুয়ারি) সুলতান মেলা-২০২২ আজ (শুক্রবার) শেষ হচ্ছে। শুক্রবার বিকেলে সুলতান মঞ্চে নড়াইল জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সুলতান পদক’ প্রদান করবেন। এবছর সুলতান স্বর্ণপদক এর জন্য মনোনীত হয়েছেন বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবীর। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে গুণি এ চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হচ্ছে।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক চিত্রশিল্পী শহিদ কবীর ১৯৪৯ সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার সদর উপজেলার নবগ্রাম রোডের মনসুর কোয়ার্টারে জন্মগ্রহন করেন। তাঁর প্রকৃত নাম শহিদ কবীর তালুতদার। পিতা ফরুদ্দীন আহম্মেদ ও মাতা রোকেয়া বেগম।
তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে (তৎকালীন ঢাকা গর্ভমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফট্স) থেকে বিএফএ-পাশ করে একই প্রতিষ্ঠানে ১৯৭৩সালে শিক্ষক হিসেবে যোগদান করে ১৯৮০ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। এবছর তিনি জয়নুল গ্যালারিতে একক চিত্রপ্রদর্শনী করে শিল্পরসিকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হন। ওই বছরই তিনি স্পেন প্রবাসী হন এবং মাদ্রিদে বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পীদের ছাপচিত্রের প্লেট তৈরি ও মুদ্রণ করে জীবিকা নির্বাহ করতেন। এ পর্যন্ত তিনি দেশে ও বিদেশে ১২টি একক চিত্র প্রদর্শনী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌথ প্রদর্শনীতে অংশগ্রহন করেছেন। তিনি দেশে ও বিদেশে ৭টিরও বেশী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে গণআন্দোলনের স্বপক্ষে তৎকালীন চারুকলার ছাত্রাবাসে সহপাঠীদের সঙ্গে পোস্টার এঁকে জনমত তৈরিতে বিশেষ ভ’মিকা রাখেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় টিচার্চ টেনিং কলেজের অধীনে অডিও ও ভিজ্যুয়াল এডুকেশন সেন্টারে চাকরিরত অবস্থায় গোপনে সাইকোস্টাইল মেশিনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে লিফলেট মুদ্রণ করতেন। ২০০৯ সালে তিনি ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগে খন্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।#

আরো পড়ুন

সর্বশেষ