শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শুক্রবার সাইফুল আলম মুকুলের ২৬তম মৃত্যুবার্ষিকী

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট শুক্রবার। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে দুর্বৃত্তদের বোমা হামলায় তিনি নিহত হন। পরদিন নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন কারও নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

২৬ বছরেও এই মামলার বিচার হয়নি। উচ্চ আদালতে রিটের কারণে এক যুগেরও বেশি সময় ধরে মামলার বিচার কাজ স্থবির হয়ে আছে। আর উচ্চ আদালতে রিটের নিস্পত্তি না হলে নিম্ন আদালতে মামলার বিচার কাজ শুরু হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। হত্যাকা-ের ২৬ বছর অতিবাহিত হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ সাইফুল আলম মুকুলের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ।

প্রথিতযশা এ সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লবা যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর বিস্তারিত কর্মসুচি গ্রহণ করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে শুক্রবার কালোব্যাজ ধারণ, শোক পদযাত্রা, শহিদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সর্বশেষ প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আরো পড়ুন

সর্বশেষ