নিজস্ব প্রতিবেদক: যশোর: যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা দোয়া, মাহফিল শেষে পাঁচ শতাধিক মানুষের মাঝে গণভোজ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু। শনিবার (২৬ আগস্ট) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি অঞ্চলে প্রধান অতিথি হিসেবে তিনি ৫৭ দিক মানুষের মাঝে গণভোজ বিতরণ করেন।
যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি হাওলাদারের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান মৃদুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক মীর আজাদ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি হাওলাদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউপি সদস্য সাজেদুল হক রিপন, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম আলো, যুবলীগ নেতা জাহিদ হাসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ যুগ্ম সম্পাদক আনসার আলী ও সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে পাঁচশত দিক মানুষের মাঝে মেহেদী হাসান মিন্টু প্রধান অতিথি হিসেবে গণভোজ বিতরণ করেন।

