শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শেখ আফিল উদ্দিন নৌকা পাওয়ায় বাগআঁচড়ায় আনন্দ মিছিল

আরো খবর

বাগআঁচড়া প্রতিনিধি:দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন পঞ্চম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শার্শার বাগআচঁড়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী নেতা কর্মীরা। সোমবার বিকালে শার্শার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে

আনন্দ মিছিল বের হয়ে বাগআঁচড়া বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।

মিছিলে অংশগ্রহণ করেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কায়বা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মেম্বার নাসির উদ্দিন, শাহজাহান মেম্বার, মালেক মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মেদ, সম্পাদক ইকবাল হাসান (তুতুল) বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, শিপলু, আকিব জাভেদ শুভ,আইজুল,খায়রুল আলম দুষ্ট, আলমগীর গাজী, নাজমুল ইসলাম, বাপ্পি, রশিদ, রানা, আলমগীর, মিজান,সেলিম,রশিদ,মশিয়ার প্রমুখ।
এছাড়া দুই ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ শ্রমিকলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

আরো পড়ুন

সর্বশেষ