শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে যশোরের দ্বিতীয় জয়

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: শেখ কামাল অনূধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় জয় পেয়ছে যশোর জেলা দল। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা দল ৮৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে নড়াইল জেলা দলকে। ২ জয় পেয়েও নিট রানরেটে পিছিয়ে পড়ায় সেমিফাইনালে যেতে পারলো না যশোর জেলা দল। গতকালকের খেলায় যশোর জেলা দল প্রথমে ব্যাট করে ৪৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে। তাদের আজাদ ৩১, রাহুল হোসেন ২৯, সাইদুজ্জামান সাধ ২৪, হোসেন ১৮, সোহান হোসেন ১৩ ও অভিক ঘোষ বিল্টু ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৭ রান। যশোর জেলা দলের রাহুল হোসেন ৪৪ রানে ৪ টি, আজমান হোসেন ২০ রানে ৩ টি এবং রাইসুল ইসলাম ৭ রানে ২ টি করে উইকেট নেন। জবাবে, ২৪ ওভার ২ বলে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় নড়াইল জেলা দল। দলের পে ইব্রাহীম অপরাজিত ৩৮, রিয়ায় আল খান ১৫, হামিম মোল্লা ১৩ ও সায়েস্তা ফকির ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। তাদের রিয়ায় আল খান ও আরাফাত রহমান উভয়ে ২ টি উইকেট নেন। #

আরো পড়ুন

সর্বশেষ