নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট জেলা শাখার কার্যকারী সভাপতি রবি সিদ্দিকী , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস ও কেশবপুর উপজেলা শখার সাধারণ সম্পাদক শাহিন রেজা লিখন। বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন মোনাজাত করা হয়।

