রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছিল: শাহীন চাকলাদার এমপি

আরো খবর

 

২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছিল বলে মন্তব্য করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যশোর ০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা প্রাধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ।
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা
শেখ হাসিনার মুক্তির সেই আন্দোলনের পথ ধরে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় জনগণ পরপর তিনবার রায় দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে শাহীন চাকলাদার বলেন, ‘সেদিন জনগণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করে পরপর তিনবার দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার ফলেই আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।’উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ সহ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ