নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই নিরাপদ অর্থনীতি, উন্নয়ন ও শান্তি বাস্তবায়ন করা সম্ভব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে দেশে সর্বসেক্টরে আগুন জ্বলবে।
শনিবার যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে ভেকুটিয়া খেলার মাঠে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদেও সঞ্চলনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মীর আক্কাস আলী, আরবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মীর ফিরোজ রহমান, যুবলীগ নেতা ফিরোজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মশিয়ার রহমান শান্ত।
এরপর কাজী নাবিল আহমেদ ভেকুটিয়া কালি মন্দির পরিদর্শন করেন ও মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কুমার খা, সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, সাংগঠনিক সম্পাদক অমিত ঘোষ ও প্রশান্ত রায়।
