শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের উচ্চতায় বাংলাদেশ- শেখ আফিল এমপি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ গঠনে শিক্ষকরাও অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তারা নিজ সন্তান পরিজনের কথা না ভেবে দিবানিশি পরিশ্রম করে অর্ধশিক্ষিত বাঙালির ঘরে শিক্ষার আলো জ্বেলে দিচ্ছেন। যে আলোয় আলোকিত হয়ে আমাদের সন্তানেরা এখন স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্নে কাজ করছে।
মঙ্গলবার বেলা ১১টায় বেনাপোল দারুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে বেনাপোল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও মাদ্রাসাটির অধ্যক্ষসহ ১৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেনাপোল দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসাটির ম্যানিজিং কমিটির সভাপতি ও বেনাপোল পৌরসভার নব-নির্বাচিত মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে শেখ আফিল উদ্দিন আরও বলেন, আমরা এমন এক জাতি, যে জাতি এক সময়ে পেট পুরে ভাত খেতে পারতাম না। অভাব-অনটন যেন আমাদেরকে সারাক্ষণ তাড়া করে নিয়ে বেড়াতো। সেখানে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা এ দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথমে ভূখা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন
এ সময় তিনি বিদায়ী অধ্যক্ষ ইলিয়াছ মাওলানাসহ ১৬ জন শিক্ষককে সংবর্ধনা ক্রেস্ট ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান। অনুষ্ঠানের শুরুতে বেনাপোল দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ সামছুর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, যুব মহিলা লীগের সভাপতি শিরিনা আক্তার, কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুন্নাহার আন্না, প্যানেল মেয়র-২ মজনুর রহমান নুপুর, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সহসভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শহীদ, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।

 

 

আরো পড়ুন

সর্বশেষ