নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়েছে। করোনাকালেও আমরা ভারত-পাকিস্তানের চেয়ে সামাজিক বিভিন্ন ইস্যুতে এগিয়ে আছি। বাংলাদেশের মানুষের এখন অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। ফলে দিন দিন বাড়ছে মানুষের জীবনযাত্রার মান। দেশে উন্নয়নযাত্রা আরো সমৃদ্ধ করতে সরকার যখন কাজ করছে; তখন এই ধারা বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী একটি চক্র সক্রিয় হয়েছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আগামী নির্বাচনে এই চক্রকে প্রতিহত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রোববার বিকেলে যশোর শহরের মনিহার সিনেমা হল চত্বরে পৌর ১, ২ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মিছিল নিয়ে জড়ো হয় সভাস্থলে। এক পর্যায়ে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
যশোর পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে শাহীন চাকলাদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আদর্শ। তার আদর্শ ধারণ করে বাংলাদেশের কোটি কোটি জনতা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রেখেছেন। তার নেতৃত্বে আমরা মাঠ পর্যায়ে রাজনীতি করি। তাই দলের মধ্যে যারা লবিং-গ্রুপিং করে দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় আওয়ামী লীগ তাদের প্রশ্রয় দেবে না। আপনাদের মনে রাখতে হবে ৭১’র পরাজিত শক্তি অবস্থান তৈরি করতে ঘাপটি মেরে আছে। যেকোন সময় তারা সক্রিয় হয়ে উঠেতে পারে। সেজন্য দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রেখে প্রতিপক্ষকে সুযোগ দেয়া যাবে না। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু। যশোর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুল ইসলামের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, পৌর আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন রাজীব, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহজাহান কবির শিপলু, সাবেক সহ সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ বাসার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, মশিয়ার রহমান সাগর, পৌর আওয়ামী লীগনেতা কাজী শহিদুল হক শাহীন, এস এম ইউসুফ শাহিদ, আজিজুল হক, সুলতান মাহমুদ পরান, হুমায়ন কবির, রবিউল ইসলাম রবি, শেখ মহিউদ্দিন, আলী হোসেন নয়ন, আলমগীর হোসেন, তৌহিদুজ্জামান ওয়াসেল, সেলিম কবির, ইমাম হাসান বাবলু, লোকমান হোসেন, ফারুক আহমেদ, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন সুবজ, নাজমুল সিদ্দিকী পলাশ, ফারাজি আশিকুর রহমান বাধন, মফিজুর রহমান মধু, আলাউদ্দিন আলা, হাজী হাসান, রবি মোল্লা, সুমন হোসেন, সিরাজুল ইসলাম, যশোর পৌরসভার কাউন্সিলর নাছিমা আক্তার জলি, যুব মহিলা লীগ রেহেনা আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফাহফিদ হুদা বিজয়, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এস এম রবিউল ইসলাম, যুগ্ম-আহবায়ক এস এস জাবেদ উদ্দীন, মোমেল হোসেনসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

