মণিরামপুর প্রতিনিধি:যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটি জাগরণ। যারা মুক্তিযুদ্ধের পরাজয়কে মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই বাংলাদেশকে আবার উল্টো পথে নিয়ে যেতে চেয়েছিল। ১৭মে শুধু জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন হয়নি, হয়েছে মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তন, হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রত্যাবর্তন।
শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় পুরাতন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ,আওয়ামী লীগ নেতা হাসেম আলী, বাবুল আক্তার বাবলু, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুর রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, দুর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, যুবলীগ নেতা মোস্তফা কামাল প্রমুখ।
অপরদিকে, একই দিনে জুম্মাবাদ উপজেলার ভোমরদাহ কেন্দ্রীয় জামে মসজিদের মুসাল্লীদের সাথে মতবিনিময়কালে এমপি এস এম ইয়াকুব আলী মসজিদ সংস্কারের জন্য ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। পরে ওই গ্রামের মোমিন গাজীর ছেলে অসুস্থ্য কবির হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

