নিজস্ব প্রতিবেদক:
যশোরে নানা আয়োজনে শেষ হলো ১০ দিনব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলা। শহরের টাউন হল ময়দানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর ইনস্টিটিউট এ মেলার আয়োজন করে।মঙ্গলবার বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপরিচালক রফিকুল হাসান। অতিরিক্ত পুলিশ সুপারসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উৎসবে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৩০টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠান চলাকালে বাংলা সংস্কৃতির পরিচয়বাহী কবিগান, পটগান, গম্ভীরা, জারিগান, সঙযাত্রা, লাঠিখেলা, সাপ খেলাসহ গ্রাম বাংলার লোকজ আঙ্গিক ধারাবাহিকভাবে প্রদর্শিত হয়।
শেষ হলো যশোরে ১০দিন ব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব

