শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শৈলকুপায় প্রধান শিক্ষকের ‘সো সেক্সি’ কমেন্ট ঘিরে তোলপাড় 

আরো খবর

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুজ্জামান হিরকের নিজ নামের ফেসবুক আইডি থেকে ‘সো সেক্সি’ কমেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। 
সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গায় সেই কমেন্টের স্কিন শট ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ফেসবুকের জল ছবি নামের এক গ্রুপে ডিজে মেঘলা চৌধুরী নামের এক নারীর রিলস ভিডিওতে ওই স্কুল শিক্ষকের নিজ ছবি ও নামের ফেসবুক আইডি থেকে  ‘সো সেক্সি’ কমেন্ট করা হয়েছে। এতেই সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের অভিযোগ তুলছেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, উক্ত ফেসবুক আইডিটি স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ব্যবহার করেন। তারা বলছেন, একজন শিক্ষকের এমন নোংরা মানুষকতা কলঙ্কজনক।
এঘটনাকে কেন্দ্র করে কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলাম জোয়ার্দার তার ফেসবুকে লিখেছেন, “কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আজ আমি লজ্জিত। যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি যে প্রতিষ্ঠান নিয়ে একসময় গর্ব করতাম সেই প্রতিষ্ঠান আজ কলঙ্কিত। একটা প্রতিষ্ঠানের প্রধানের মানসিকতা কতটা খারাপ হতে পারে তা আজ আবার প্রমাণিত। তিনি যখন সহকারী শিক্ষক ছিলেন তখনও তার নামে নানা অভিযোগ ছিল। আজ তিনি প্রতিষ্ঠানের প্রধান কয়েকশ সন্তানের অভিভাবক। কিন্তু তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে শিক্ষার্থীদের অভিভাবক হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবিতে নোংরা কমেন্ট করেন। এমন মানসিকতার মানুষের অধীনে কয়েকশ শিক্ষার্থী কতোটা নিরাপদ? আমি স্কুলের ম্যানিজিং কমিটি ও এলাকার সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি বড় কিছু ঘটবার আগেই ব্যাবস্থা গ্রহণ করুন।”
এদিকে এঘটনাকে অপপ্রচার দাবি করেছেন প্রধান শিক্ষক মোঃ জাহিদুজ্জামান। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।  এঘটনার কিছুই জানেন না তিনি।
এবিষয়ে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুনর রশীদ (যুক্তি) বলেন, এবিষয়টা আমি দেখেছি। এমন বিষয়ে লজ্জিত হচ্ছি।  একজন প্রধান শিক্ষক হিসেবে এমনটা করলে তা উচিত হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ