ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় তিন বছরের শিশু ইমাম মাহদিকে এসিড
পান করিয়ে ও ঘরের আড়ার সাথে ঝুলিয়ে সন্তান হত্যার পর একই
রশিতে মা মিম খাতুন (২২) আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা
শেখপাড়া গ্রামে। প্রতিবেশিরা টের পেয়ে মা-শিশুকে উদ্ধার করে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু
ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুপুর ১টার দিকে
ঘটনাস্থল পরিদর্শন করে ঘর থেকে কার্বলিক এসিড ও ফাঁস দেওয়া
ঝুলন্ত কাপড় উদ্ধার করেন। অসুস্থ মিম খাতুন শেখপাড়া গ্রামের
সজিব বিশ^াসের স্ত্রী। প্রতিবেশি মুনিরা খাতুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার
দিকে সজিব হোসেনের ঘরে জানালা দরজা সব বন্ধ অবস্থায় উচ্চ
স্বরে সাউন্ড বক্সে গান বাজতে থাকে। এ সময় শেখপাড়া বাজার
থেকে সজিব বাড়ি ফিরে স্ত্রী মিম ও সন্তান মাহদিকে ডাকতে
থাকে। কিন্তু তারা কোন সাড়া শব্দ দেয় না। পরে ঘরের মধ্য থেকে
সজিবের স্ত্রী মিম বলতে থাকে আর সব শেষ। তার দরজা খোলার শক্তি
নেই। পরে স্থানীয়রা দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও সন্তানকে উদ্ধার
করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শেখপাড়া গ্রামের মিম খাতুন নামে এক মা তার তিন বছরের সন্তানকে এসিড পান করিয়ে ও ঘরের আড়ার সাথে ঝুলিয়ে হত্যার পর একই রশিতে মাও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে এসিডের বোতল ও ঝুলন্ত কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্দ চলছে।
শৈলকুপায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

