শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‎শৈলকুপায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত

আরো খবর

‎শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:

‎ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৫অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা কর্ম বিরতি পালন করে।

‎সংগঠনের পক্ষে নেতৃবৃন্দ বলেন , কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের এ কর্মবিরতি পালন করা হচ্ছে। এরপর  পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে ।  দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয় ।

‎স্বাস্থ্য সহকারীদের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হচ্ছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও সমমান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।এর আগে গত ১ অক্টোবর ২০২৫ থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে শৈলকুপা  উপজেলা সহ সারা দেশে স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করেন।

‎স্বাস্থ্য সহকারীরা জানান, সরকারের কাছে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস থাকলেও তা কার্যকর না হওয়ায় বাধ্য হয়েই তারা পুনরায় কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। তারা দাবি করেন, স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূল পর্যায়ে কাজ করা সহকারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের কর্ম বিরতির এ আন্দোলন চালিয়ে যাবে।

আরো পড়ুন

সর্বশেষ