নড়াইল প্রতিনিধি: নড়াইলে শৈশবের খেলার মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জনপ্রিয় ক্রিকেট তারকা ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫লাখ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর বাসা হতে মাত্র ২০গজ দুরে অবস্থিত খেলার মাঠটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘এই খেলার মাঠেই আমার ক্রিকেট খেলার হাতে খড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠকে ঘিরে। নড়াইলের কয়েকটি মাঠ থাকলেও ক্রিকেট খেলার উপযোগী এই মাঠটি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠটিকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসায় আমরা মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫লাখ টাকা দিয়ে শুরু করেছি। মাঠটি পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে এক কোটি টাকার প্রয়োজন। খেলার উপযোগী হলে এই মাঠ থেকে আরো নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে আমি আশা করি।’
শৈশবের খেলার মাঠ সংস্কারের উদ্বোধন করলেন মাশরাফী এমপি

