নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রোববার যশোরে জেলা প্রশাসকের সভা কক্ষে প্রস্ততি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেএসপির সভাপতি কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা, জেইউজের সভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুল বুল, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি শুকুমার দাস, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রমুখ। সভায় শোকাবহ পরিবেশে যথাযথভাবে শোক পালনের বিভিন্ন কর্ম সূচি গ্রহণ করা হয়। বিশেষ করে জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রেখে কেন্দ্রীয় নিদেশনা অনুযায়ী সকল কর্ম সূচি পালনের সিদ্ধ্যাš গ্রহণ করা হয়।

