শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আ’লীগের কর্মী আমিনুর রহমানকে ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সমর্থকদের ব্যানারে পৌরসদরের টার্মিনাল এলাকায় এই মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অবিলম্বে বিতর্কিত ভোট বাতিল করে বিএনপির রাজনীতিতে সক্রিয়দের সমন্বয়ে নুতনভাবে ওয়ার্ড সভাপতি নির্বাচনের দাবি জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাকাত হোসেন, জাসাস নেতা জাহিদ হোসেন, শ্রমিক নেতা আবু ইউসুফ, আব্দুল হামিদ প্রমুখ।
এদিকে চিহ্নিত তিনজন আ’লীগ কর্মীকে শ্যামনগর পৌরসদরের চন্ডিপুর ও বাদঘাটা ওয়ার্ড বিএনপির নেতৃত্বে নির্বাচিত করার প্রতিবাদে লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আ’লীগের সাংগঠনিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণকারী ইমরান, নুর ইসলাম বাবু ও আমিনুর রহমানকে কৌশলে বিএনপির নেতা নির্বাচিত করা হয়েছে। তারা বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নামে গায়েবী ও নাশকতার মামলায় আসামিদের নাম সরবরাহ করতেন। এসময় তারা জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে উক্ত তিন ব্যক্তির আ’লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহনের একাধিক তথ্য প্রমাণ সরবরাহ করেন।
অভিযোগের বিষয়ে আমিনুর রহমান জানান, ইউপি সদস্য হওয়ায় তাকে আ’লীগের এমপির নিদর্শেনা মেনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হতো। তবে আ’লীগের কোথাও তার নাম নেই। একই দাবি করেন অপর দুই অভিযুক্ত নুর ইসলাম বাবু ও ইমরান।
এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, তিনজনের বিষয় কিছু তথ্যপ্রমাণসহ স্থানীয় বিএনপি নেতারা লিখিত অভিযোগ করেছেন। তবে কাউন্সিলের আগেই এসব প্রমাণ পাওয়া গেলে তাদেরকে কোনভাবেই বিএনপির সদস্য ফরম নবায়নের সুযোগ দেয়া হতো না। নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

