শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে এক’শ পিচ ইয়াবাসহ আনিছুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন কোষ্টগার্ডের পেটি অফিসার (পিও) এম.এম মোত্তালিবের নেতৃত্বে সঙ্গীয় কোষ্টগার্ড সদস্যরা কৈখালী ইউনিয়নের সাপখালি কয়াল পাড়া কালভার্ট এর পূর্ব পাশের মাঠ থেকে তাকে আটক করেন।
এসময় তার দেহ তল্লাশি চালিয়ে এক’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। আটক আনিছুর রহমান উপজেলার কৈখালী গ্রামে মোঃ খলিল মল্লিকের পুত্র।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

আরো পড়ুন

সর্বশেষ