শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, পাঁচ জনকে জরিমানা

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি আটক করে যৌথ বাহিনী।
এ সময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
পরে জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের পাঁচজনকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ