রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর থেকে থানা পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
শ্যামনগর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম  রোববার রাত সাড়ে তিনটার দিকে  ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ থেকে  রেজিষ্ট্রেশন বিহীন হিরো স্পিলিন্ডার ১০০ সিসি মোটরসাইকেলসহ মোঃ আলমগীর হোসেন আলম কে আটক করে।আটকৃত আসামি রমজাননগর ইউনিয়নের বড় ভেটখালী গ্রামের মোঃ মুনজুর হোসেনের ছেলে ।
এই বিষয়ে শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির নামে চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে,তাকে সাতক্ষীরায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ