শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে দোকানে আগুন,২০ লক্ষাধিক টাকার ক্ষতি

আরো খবর

শ্যামনগর প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এতে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত দোকানির।
সোমবার (১ জানুয়ারি) ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পায় শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলী আকবর বলেন, নূরনগর বাজারের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায়, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত দোকানি শহিদুল ইসলাম কারিকরের ছেলে আবু হাসান জানান, দোকানে মূলত নেট জাল দড়ি প্রভৃতি বিক্রি করা হতো,আগুন লেগে প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুঁজি বলতে আর কিছুই রইল না।

আরো পড়ুন

সর্বশেষ