শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আরো খবর

সাতক্ষীরা/শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা (৪) ও জান্নাতুল (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। আনিকা একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে  এবং জান্নাতুল অহিদুল ইসলামের মেয়ে ।
নিহতের পরিবারের বরাত দিয়ে  স্থানীয় পল্লীচিকিৎসক  শাকির হোসেন জানান,   দুপুরের দিকে শিশু দুইটি বাড়ির পাশেই খেলছিল। ওই সময়  সবার অজান্তে  পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এরপর  খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুর থেকে  ভাসমান অবস্থায় উদ্ধার হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) মোঃ আবুল কালাম আজাদ মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ  দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ