শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পানিতে ডুবে আজমিরা খাতুন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়ন ছোট কুপট গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে আজিজুর রহমানের কন্যা।
শিশুটির পিতা জানান, বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। বাড়ির আঙিনায় খেলার সময় সবার অজান্তে সে পানিতে ডুবে যায়। বহু খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুর হইতে ভাসমান অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকির হোসেন মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় পরিবারের সকলেই শোকের সাগরে ডুবেছে।

