শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে পানি সংকট নিরসনে পাঁচ কিলোমিটার পাইপলাইন উদ্বোধন

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগরে পানি সংকট নিরসনে পাঁচ কিলোমিটার পাইপলাইন উদ্বোধন করা হয়েছে। ২৭ মার্চ ২০২৪ সকাল ১১টায় উপজেলার উত্তর কদমতলার মুন্সিগঞ্জে উন্নয়ন সংগঠন লিডার্সের উদ্যোগে দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজের অর্থায়নে সুপেয় পানি সংকট মোকাবেলায় ৫পাঁচ কিলোমিটার পাইপলাইন উদ্ধোধন করেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।
উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “এই এলাকা সুপেয় পানির সংকটে মানুষ, এই সংকট মোকাবেলায় সরকার, বেসরকারী সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। কিন্তু বেশির ভাগ উদ্যোগ গুলি বৃষ্টির পানির উপর নির্ভরশীল। এই পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ একটি যুগোপযোগী উদ্যোগ। পাইপ লাইনের মাধ্যমে পাঁচ কিলোমিটার এলাকার মানুষ সুপেয় পানি পাবে।
বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এর এইচটুও প্রকল্পের ম্যানেজার সাউদুজ্জামান পুলক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শিক্ষক রনজিৎ কুমার বর্মন।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নীপা চক্রবর্তী, মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, সুশান্ত কুমার বিশ্বাস, মাকসুদুর রহমান, মোঃ মুহিত, রায়হান কবীর, শওকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, জয়দেব কুমার জোদ্দার, রানী রপ্তান, শামীমা সুলতানা, সুমন মাঝী প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ