শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আরো খবর

মনগর প্রতিনিধিঃ রবিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সদস্যদের নিয়ে গঠিত মোক্তার হোসেনের নেতৃত্বাধীন লাল দল বনাম জয়দেবের নেতৃত্বাধীন সবুজ দল।
৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়,লাল দলের হয়ে পলাশ ও সবুজ দলের রহমত ১টি করে গোল করতে সক্ষম হন। পরে টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি হয়,এতে সবুজ দল বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক জয়দেবের হাতে ট্রফি তুলে দেন সাবেক ফুটবলার ও উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈবুর রহমান বাবলু ও মোঃ রাজু আহমেদ।
খেলা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সদস্য আবু সুফিয়ান।
এর আগে খেলা উদ্বোধন করেন সাবেক ফুটবলার এবং উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈবুর রহমান বাবলু ও সাবেক ফুটবলার এবং শ্যামনগর ফুটবল একাডেমির কোচ শেখ আক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্য ফোরামের সদস্য মোঃ শাহজাহান সিরাজ,শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুল আলিমসহ আরও অনেকে।

আরো পড়ুন

সর্বশেষ