শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের সাপখালী বিলের মুন্ডাপাড়া নামক স্থানে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সোমবার বেলা ১ টার দিকে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মোঃ আব্দুল আজিজ গাজী (৬৮) পিতা মৃত অমেদ আলী গাজী, নিজস্ব ধানের জমিতে সার প্রয়োগের সময়ে বৃষ্টির পাশাপাশি হঠাৎ বজ্রপাতে সে আক্রান্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

