শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের চাঁদখালী বিলে রবিবার আনুমানিক বেলা ১০টার দিকে আংশিক বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যর পুত্র শ্রীনিবাস বৈদ্য ওরফে অক্কুর বৈদ্য (২৮)নামে।
স্থানীয় প্রাক্তন ইউ,পি সদস্য,মোঃ আব্দুল মাজেদ জানান,সকালে পরিমল তার পিতা,স্ত্রী ও কন্যাকে নিয়ে শশুর বাড়ী যাওয়ার উদ্দ্যোশে বাড়ী হতে বাহির হয়ে চাঁদখালী বিল পাড়ি দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত পড়ে,এতে ঘটনাস্থলে অঙ্কুরের মৃত্যু হয়,
তার পিতা,স্ত্রী ও কন্যা একটু দুরে থাকায় তারা ক্ষতিগ্রস্থ হয়নি,অঙ্কুরের হঠাৎ মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
