সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী জাদা এলাকায় মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার খাদে পড়ে চালক নাজমুল হোসেন (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এক সন্তানের জনক নাজমুল একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় আব্দল হামিদ জানান, বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামুর নিকট থেকে ডাম্পার নিয়ে নাজমুল পাশের বিল থেকে মাটি বহনের কাজে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিন রাস্তার মোড়ে পৌছে বাঁক নিতে যেয়ে চালকের অসতর্কতায়
দ্রুতগতির ডাম্পারের চাকা রাস্তার পাশে নেমে গেলে তা পানিশুন্য খাদে পড়ে যায়। এ সময় চালকের আসনে থাকা নাজমুল উল্টে যাওয়া ডাম্পারের নিচে চাপা পড়লে স্থানীয়রা কোদাল দিয়ে মাটি কেটে প্রায় এক ঘন্টা পর মৃত অবস্থাকে তাকে উদ্ধার করে।
রাশিদুল ইসলাম ও আব্দুস সালাম নামের স্থানীয় দুই যুবক জানান, তারা দাড়িয়ে
থাকা অবস্থায় তাদের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতায় তারা করণীয় নির্ধারণ করতে না পেরে মাটি খুঁড়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। মাটির উপর বের হয়ে থাকা নাজমুলের একটি হাত শুরুতে নড়াচড়া করলেও দুই/তিন মিনিট পর তা অসাড় হয়ে যায় বরেলও তারা উল্লেখ করেন।
স্থানীয়রা জানান, নাজমুল পেশাদার চালক ছিলেন না। পাশ্ববর্তী বৈশখালী গ্রামের
নুরুজ্জামান জামু কিছু মাটি বহনের জন্য নাজমুলকে দিয়েছিল। নুতন চালক হওয়ায় সংকীর্ন সড়কে তা ডাম্পারের নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুর রহিম জানান, নাজুমলের দুই সন্তানের মধ্যে একজন সম্প্রতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অসহায় পরিবারটি পথে বসতে চলেছে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন মাসুম জানান, দুর্ঘটনার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত আবদেনের বিষয়ে
উর্ধ্বতন কতৃপক্ষের পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/কামাল
