মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দিনব্যাপী চলা এ অভিযানে সরকারি সড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ দোকানপাট, বসতবাড়ি ও বাণিজ্যিক ভবন ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে শ্যামনগরের বিভিন্ন এলাকায় রোডস এন্ড হাইওয়ের জায়গা দখল করে অসংখ্য স্থাপনা গড়ে ওঠে। নির্মাণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা এবং ঘুষের বিনিময়ে অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া উচ্ছেদের আগে পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন,সরকারি জায়গায় ভবনগুলো যখন গড়ে উঠছিল তখন সবাই দেখেছে। তখন কেউ কিছু বলেনি। এখন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হচ্ছে। আবার কিছুদিন পর দেখা যাবে একই জায়গায় নতুন ভবন উঠছে।
স্থানীয়দের দাবি, কেবল উচ্ছেদ নয়, দখলদার ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা এবং ভূমিহীন বাস্তুচ্যুত পরিবারগুলোকে স্থানীয় ভূমি অফিসের অধীনে সরকারি খাস জমিতে পুনর্বাসন করা হোক।
রোডস এন্ড হাইওয়ে বিভাগের সাতক্ষীরা উপবিভাগের এক নির্বাহী প্রকৌশলী জানান,সরকারি জায়গা উদ্ধার করা আমাদের নিয়মিত দায়িত্ব। অবৈধ স্থাপনা নির্মাণে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, যদি কোন ভূমিহীন সরকারি খাস জায়গা বন্দোবস্তের জন্য আবেদন করে, আমরা সেটি বিবেচনা করবো। কিন্তু তাৎক্ষণিক তাদেরকে পুনর্বাসনের সুযোগ নেই।

