শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে স্কুল ছাত্রকে বেধড়ক মারপিট, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

আরো খবর

কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মারপিটের অভিযোগে ছাত্র হাসপাতালে।
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম রসুল কতৃক এক ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে।
মারধরে আহত ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. জাহিদুল রবিবার রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে ভর্তি হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম জানায়,  স্যার ক্লাস রুমে কাগজ মুখের ভিতর চিবিয়ে ফেলে দিলে ক্লাসে অনেকে বিভিন্ন ভাবে কথা বলে ও হাসাহাসি করে আমি শুধু বলছি সেই স্বাদ,সেই স্যার শুধু আমাকে মারপিট করেন পরক্ষণে,এ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে শিক্ষককেরা স্কুলের অফিসে নিয়ে শরীরে তৈল পানি টেনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।পরবর্তীতে বাড়িতে এসে জাহিদ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোককজন তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।
শ্যামনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মিলন হোসেন জানান,জাহিদুলের শরীরে ছোট্ট দাগ ছিল পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
জাহিদুলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মা হারা,ভাতিজা গুরুতর কোনো অন্যায় করেনি যে তাকে এলোপাতাড়ি মারধর করতে হবে,অভিভাবক হিসেবে আমি তো ছিলাম।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সালাউদ্দিন বলেন, বিষয়টি তেমন কিছু না।
সে শিক্ষকের সঙ্গে বেয়াদবি  কথা বলছিল। এ কারণে তার একটু শাসন করেছিলো তবে সেরকম কিছু হয় নি,পরবর্তীতে তার অসুস্থতার কথা শুনে চিকিৎসা নিতে বলেছিলাম।

আরো পড়ুন

সর্বশেষ