রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে স্বল্প পরিসরে বনবিবির পূজা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মালঞ্চ নদীর তীরে বনবিবির পূজাকে কেন্দ্র করে প্রতিবছর হাজার হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয়। এই বছর সুন্দরবনের পাশ বন্ধ থাকায় স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে এই বনবিবির পূজা।

পশ্চিম সুন্দরবন তথা দেশের দক্ষিণাঞ্চলে আবহমান লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই বনবিবির পূজা। প্রতিবছরে পহেলা মাঘে শুরু হলেও এবার সাতক্ষীরায় শুক্রবার (২ জুন) সুন্দরবনের ভেতরে ‘মা বনবিবি’র পূজা হয়। বেলা শুরু হলেই স্থাপিত মন্ডপে শুরু হয় পুঁথি পাঠ। এরপর পূজার সাথে দেয়া হয় অঞ্জলি। মন্ত্রপাঠ, প্রসাদ বিতরণ করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবিরা সবাই মনোবাসনা পূর্ণ করতে এই পূজায় অনেক প্রত্যাশা করেন। কল্পকাহিনী বা সত্যি যা-ই হোক না কেন সুন্দরবনজীবীদের কাছে বিশ^াসের আরেক নাম বনবিবি।

সুন্দরবনের ইতিহাসের জের ধরেই বনবিবির উত্থান। এই দেবীর (বনবিবি) পূজা দিতে লোকালয় ছেড়ে বনের দিকে ধাবিত হচ্ছে মানুষ। ভক্তরা অনেকে বলছেন, প্রতিবছর এই পূজা অনেক বড় আয়োজনের মধ্য দিয়ে হয় এবং দূর-দূরান্ত থেকে মানুষ আসে। বছর সুন্দরবনে গমনের পাশ বন্ধ থাকায় আয়োজন বড় করা সম্ভব হয়নি। এদিকে, এবছর পূজা উপলক্ষে ভক্ত ও দর্শণার্থীরা সুন্দরবনের অভ্যন্তরে ও নদীতে নৌ ভ্রমণে বের হতে পারেননি।

আরো পড়ুন

সর্বশেষ