শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে ২ ডাকাত গ্রেপ্তার

আরো খবর

সাতক্ষীরা  প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের  নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার হয়।  এসময় তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে  মালামালের কিছু অংশ। এর আগে
 শুক্রবার রাতে শ্যামনগরে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা  হলেন, উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামের শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল। শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান,, গোপন খবর পেয়ে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান, প্রাথমিক  জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করে। পরে তাদের কাছ থেকে  ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকা সহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।   মামলার অন্য আসামীদের   গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ