শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে ২ মাস ৭ দিন পর দেশে ফিরলো সৌদি প্রবাসী মুসার মরদেহ

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: দীর্ঘ দুই মাস সাত দিন পর দেশে ফিরেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা এলাকার সৌদি প্রবাসী যুবক মোঃ আবু মুসার (২১) মরদেহ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামে আবু মুসাকে তার গ্রামের বাড়ি দাফন করা হয়েছে।
আবু মুসা ওই গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে।
প্রসঙ্গত,গত ২৩ জুলাই সৌদি আরবের ‘নাজরান’ নামক এলাকায় পাহাড় কাটার সময় পাথর চাপা পড়ে মৃত্যু হয় তার।

আরো পড়ুন

সর্বশেষ