নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের শ্যামনগর এতিম খানা ও মাদ্রাসায় ইসলামি সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সকাল দশটায় মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজমুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক প্রিন্সিপাল মসিউল আযম, সমাজ সেবক লিয়াকত আলী, যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা, নজরুল ইসলাম বুলবুল, মোশাররফ হোসেন, সদর উপজেলা মৎস্য জীবী লীগের নেতা শেখ সাদেক প্রমুখ।
প্রধান অতিথি এতিম খানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং অভ্যার্থনা কক্ষের ফলক উন্মোচন করেন।

