শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএডিসি সার ও বীজ ডিলার এ্যাসেসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এ্যাসোসিয়েশনের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএডিসি সার ও বীজ ডিলার এ্যসোসিয়েশনের সভাপতি কেশব কুমার সাধু।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি ইমাম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজারুল ইসলাম। আলোচনা পর্যালোচনা শেষে মোঃ জহুরুল হক আপ্পুকে সভাপতি ও জিএম নুর আলমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল মান্নান, সদস্য শরিফুল ইসলাম, সদস্য আশরাফ হোসেন মধু, সদস্য বিজয় দীপ্ত সাহা।
এরআগে জেলার উক্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে কালিগঞ্জ উপজেলায় ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি কেশব কুমার সাধু।
আলোচনা পর্যালোচনা শেষে সুকুমার খা কে সভাপতি,গোলাম বারীকে সহ-সভাপতি, শফিউল্লাহকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ক্যাশিয়ার আব্দুস সবুর ঢালী,সাংগঠনিক সম্পাদক সঞ্জয় পাল, সদস্য রফিকুল ইসলাম,সদস্য নিমাই খা,সদস্য আবু হাসান

