শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগর পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ

আরো খবর

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানকে শ্যামনগর পৌরসভার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৩ আগষ্ট) উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে শ্যামনগর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা ৯ অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক এই পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন।
এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ১২৯ এর আলোকে মেয়াদ উত্তীর্ণের তারিখ হইতে নতুন প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত পূর্ববর্তী প্রশাসকের সম্পাদিত কার্যক্রম ভূতাপেক্ষভাবে অনুমোদন করা হইল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

আরো পড়ুন

সর্বশেষ