বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাদের ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আগে বোলিং করে শেখ মেহেদীর ৩ উইকেটের উপর ভর করে লঙ্কানদের ২৬৩ রানে আটকে রাখে টাইগাররা। এরপর লিটন কুমার দাস ও তানজীদ হাসান তামিমের ১৩১ রানের ওপেনিং জুটতেই ম্যাচ নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় টাইগাররা। লিটন ৬১, তামিম ৮৪ ও এই ম্যাচের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। এছাড়া ৩৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

Previous article
