শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকান্ডের  প্রতিবাদে যশোরে মানববন্ধন

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা, ঠাকুরগাঁওয়ের তাঁরাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা, পাল্টায় উৎপল সরকার ও রায়পুরায় প্রাণতোষ হত্যাকান্ডের ঝিনাইদহে ভিডিও করার সময় রিকশাচালকের হাতে লাল সুতা থাকায় মারধর, এবং চট্টগ্রামে বিমল তালুকদার ও রুবেল দাসের বাড়িতে অগ্নিসংযোগসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট, যশোর জেলা শাখার উদ্যোগে সোমবার প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে হত্যা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

 

বক্তারা অবিলম্বে সব হত্যাকা- ও হামলার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

সর্বশেষ