শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় যশোর -২ আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান নৌকা মার্কাকে সমর্থন দিয়ে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার (২৫ডিসেম্বার) সকাল ১১ টায় এস এম হবিবুর রহমান পৌর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সভায় তিনি এই ঘোষনা দেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডঃ আমির হোসেনের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের পিসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান,চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, ঝিকরগাছা পৌর মেয়র আনোয়ার পাশা জামাল, পাশাপোল ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবিদুর রহমান সবুজ , সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, নারায়ানপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা চৌধুরী, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজু রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের।
সভায় আরো উপস্থিত ছিলেন জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান ডিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দেওয়ান আনিছুর রহমান, কাউন্সিলর সোহেল রানা উজ্জ্বল,উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
আলোচনা সভা শেষে যশোর -২ (চৌগাছা – ঝিকরগাছা ) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান নৌকা মার্কার প্রার্থী সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষনা দেন।

