একাত্তর ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ফোকাল পার্সন রাজু আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সূত্র অনুযায়ী, খুলনা বিভাগের জেলাভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের চিত্রে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন যশোর জেলায়। যশোরের ছয়টি সংসদীয় আসনে মোট ৬৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর পরই রয়েছে খুলনা জেলা। এ জেলার ছয়টি আসনে ৫৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া বাগেরহাট জেলার ৪টি আসনে ৪১ জন, কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৪৪ জন, সাতক্ষীরার ৪টি আসনে ৩৩ জন এবং ঝিনাইদহ জেলার ৪টি আসনে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে, তুলনামূলকভাবে কম আসনসংখ্যার জেলাগুলোতেও উল্লেখযোগ্য প্রার্থী মাঠে নেমেছেন।
নড়াইলের ২টি আসনে ২৫ জন, মেহেরপুরের ২টি আসনে ২০ জন, মাগুরার ২টি আসনে ২০ জন এবং চুয়াডাঙ্গার ২টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের মধ্যে রবিবার (২৮ ডিসেম্বর) মোট ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে আঞ্চলিক নির্বাচন অফিসের ফোকাল পার্সন রাজু আহমেদ জানিয়েছেন।
খুলনা-১ এ তিনজন, খুলনা-৩, কুষ্টিয়া-৩, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৩, ঝিনাইদহ-৪, যশোর-৪, মাগুরা-২, বাগেরহাট-১, বাগেরহাট-৩, সাতক্ষীরা-১, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ এ একজন করে এবং যশোর-২ ও সাতক্ষীরা-২ এ দুজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সূত্র: কালের কন্ঠ

