শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচন:দক্ষিন-পশ্চিমাঞ্চলে ৯১ আসনে ১৮০ প্লার্টুন  মোতায়েন থাকবে বিজিবি

আরো খবর

  বেনাপোল (যশোর) প্রতিনিধি:
১২ ফেব্রযারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে গন মাধ্যম কর্মিদের সাথে মত বিনিময সংবাদ সস্মেলন করেছে দক্ষিন পশ্চিমাঞ্চল রিজিযনের পক্ষে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি বলেন  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  দক্ষিন পশ্চিমাঞ্চল রিজিযনে  ৯১ আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন করবে বিজিবি। এছাড়াও যশোরের শার্শা ও চৌগাছাসহ  বিভিন্ন এলাকায়  অন্য বাহিনীর সাথে কাজ করবেন তারা।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ০৩টি (গোপালগঞ্জ, নড়াইল ও যশোর) জেলার ১৬ টি উপজেলার ১১ টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
নির্বাচনী এলাকায় ১১ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এর মধ্যে সীমান্তবর্তী ০২টি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার এর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তফসিল ঘোষণার পর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২৯ জানুয়ারি ২০২৬ হতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন সম্পন্ন করা হবে।
মোতায়েনের পর ০৩টি জেলার গুরুত্বপূর্ণ ৭০ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালন করবে।
এছাড়াও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট-২ এ অংশগ্রহণ করছে। উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।
এখাড়াও রিজিয়ন সদর দপ্তর, যশোরের অবশিষ্ট ০৬টি ব্যাটালিয়ন ১৫ টি জেলার ৯২ টি উপজেলার ৫১ টি সংসদীয় আসনে ৭৯ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮০ প্লাটুন বিজিবি মোতায়েন এর মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করবে।#

আরো পড়ুন

সর্বশেষ